কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নার্গিসকে নোবেল দেওয়ায় ইরানের সংবাদমাধ্যমে সমালোচনা

সমকাল প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৩, ১১:৩৬

ইরানের কারাবন্ধি মানবাদিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার কড়া সমালোচনা করেছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম। কিছু প্রতিবেদনে নার্গিসের সঙ্গে ‘সন্ত্রাসীগোষ্ঠীর সংশ্লিষ্টতা’ রয়েছে বলে দাবি করা হয়েছে। 


কোনো কোনো প্রতিবেদনের ভাষ্য, তিনি ইরানবিরোধী কর্মকাণ্ডে জড়িত। এদিকে সাংবাদিক ও মানবাধিকারকর্মী নার্গিসকে শান্তিতে নোবেল দেওয়ার সিদ্ধান্তকে ‘পক্ষপাতমূলক ও রাজনৈতিক’ বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। খবর এএফপির


শুক্রবার এ বছর শান্তিতে নোবেলজয়ী হিসেবে নার্গিস মোহাম্মদির (৫১) নাম ঘোষণা করা হয়েছে। নরওয়ের নোবেল কমিটি বলেছে, ইরানে নারীদের অধিকার আদায় ও সামাজিক সংস্কারের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হলো।


ইরানি সংবাদমাধ্যমগুলো নার্গিস ও তাঁর পুরস্কারপ্রাপ্তি নিয়ে কড়া সমালোচনা করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়েছে, নার্গিস ‘সন্ত্রাসীগোষ্ঠীকে সহযোগিতা’ করেন। তিনি ‘নিজের দেশে বিশেষ করে ইরানি নারীদের কাছেও অচেনা’। এমন এক নারীকে পুরস্কার দেওয়ায় নোবেল কমিটির সমালোচনা করা হয়েছে প্রতিবেদনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও