![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2023/10/08/quake.jpg)
আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়াল
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।
আজ রোববার সরকারি মুখপাত্র বিলাল কারিমির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।
গতকাল স্থানীয় সময় সকাল ১১টার দিকে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় শহর হেরাত থেকে ৪০ কিলোমিটার উত্তর–পশ্চিমে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।
বিলাল বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে, বাস্তবতা এটাই যে মৃতের সংখ্যা অনেক বেশি। এটি হাজার ছাড়িয়েছে।'
উদ্ধারকর্মীরা রাতভর ধ্বংসস্তূপের ভেতর কেউ বেঁচে আছে কী না, তা যাচাই করে তাদের উদ্ধারের চেষ্টা চালান। গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১২০, যা এক রাতের মধ্যে হাজার ছাড়িয়েছে।
ছয় দশমিক তিন মাত্রার মূল ভূমিকম্পের পর আরও আটবার ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয় পশ্চিম আফগানিস্তানে। প্রাদেশিক রাজধানী হেরাতের আশেপাশে প্রায় ৩০ কিলোমিটার জায়গা জুড়ে এই কম্পন অনুভব করা যায়।
হেরাতের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মুসা আশারি এএফপিকে শনিবার গভীর রাতে জানান, প্রায় '১২০ জন মারা গেছেন এবং ১ হাজারেরও বেশি নারী, শিশু ও বৃদ্ধ-বৃদ্ধা আহত হয়েছেন।'