এক চার্জে ২০১ কিলোমিটার ছুটবে এই ই-স্কুটার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৩, ১৫:৫৬
দিন দিন বেড়েই চলছে বৈদ্যুতিক স্কুটার বাইকের চাহিদা। যে কারণে নামিদামি সংস্থা তো বটেই অন্যান্য সংস্থাগুলোও একের পর এক বৈদ্যুতিক টু হুইলার আনছে বাজারে। ভারতীয় সংস্থা পিওর ইভি নিয়ে এলো তাদের নতুন বৈদ্যুতিক স্কুটার ইপ্লুটো ৭জি ম্যাক্স। ফুল চার্জে ২০১ কিলোমিটার রেঞ্জ দেবে স্কুটারটি।
স্মার্ট ইন্টেলিজেন্স ফিচার রয়েছে স্কুটারে। বেশ কিছু অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে। যেমন-হিল স্টার্ট অ্যাসিস্ট, রিভার্স মোড অ্যাসিস্ট, পার্কিং অ্যাসিস্ট, স্মার্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্মার্টফোন কানেকশন, এলইডি লাইটিং, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, অটো পুশ ফাংশান ইত্যাদি।