নতুন চুমুর ইস্যুতে পুরনো চুমু স্মরণ করালেন জয়া

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৩, ১৫:২৪

কলকাতার সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ঘনিয়ে এসেছে। আর এই উৎসবেই সেখানকার প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন ঢাকাই অভিনেত্রী জয়া আহসান। সিনেমার নাম ‘দশম অবতার’। সৃজিত মুখার্জি পরিচালিত এই ছবিতে তার সঙ্গে আছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য ও যিশু সেনগুপ্তের মতো তারকা।


ক’দিন আগে ছবিটির ট্রেলার প্রকাশ হয়। এর একটি দৃশ্যে জয়া ও অনির্বাণকে চুমু খেতে দেখা যায়। ফলে বিষয়টি নিয়ে নেটপাড়ায় চর্চা হচ্ছে বেশ। যদিও এই চর্চাকে অমূলক মনে করেন অভিনেতা অনির্বাণ।


অন্যদিকে জয়া বিষয়টির ব্যাখ্যা করতে গিয়ে পুরনো একটি চুমুর কথা স্মরণ করিয়ে দিলেন। বললেন, ‘‘আমরা তো আগেও চুমু খেয়েছি। ‘ঈগলের চোখ’ সিনেমার প্রথম শট ছিল অনির্বাণ আর আমার চুমুর দৃশ্য। সেই দৃশ্যে আমি বসে আছি আর নতুন একটা ছেলে (অনির্বাণ) এসে আমাকে টুস করে চুমু খেয়ে গেলো।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও