পুরোনো আসবাবের চাহিদা বাড়ছে, বাজারও বড় হচ্ছে

প্রথম আলো ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৩, ১৫:০৩

সবার পক্ষে নতুন আসবাব কেনা বা বানানো সম্ভব হয়ে ওঠে না। সে জন্য অনেকেই সাধ্য অনুযায়ী পুরোনো আসবাব কেনেন। বদৌলতে এ ধরনের আসবাবের চাহিদা বাড়ছে। এই চাহিদা পূরণে রাজধানীতে বেশ কয়েকটি স্থানে পুরোনো আসবাব কেনাবেচার বড় ছয়টি বাজার রয়েছে।


এগুলো হচ্ছে বাড্ডা নতুন বাজার এলাকার বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট, খিলগাঁও রেলগেট, সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির পূর্ব পাশ, মোহাম্মদপুরের টাউন হল মার্কেট, মিরবাগ ও পান্থপথ মসজিদের পূর্ব পাশ। এসব বাজারে পুরোনো আসবাবের ২৫০টির বেশি দোকান আছে।


মোহাম্মদপুরের শেখেরটেকের জনতা হাউজিং, উত্তরার মাসকট প্লাজার আশপাশ, কচুক্ষেত এবং মিরপুর ১, ২ ও ১৪ নম্বরসহ বিভিন্ন এলাকার অলিগলি মিলিয়ে আরও শতাধিক দোকান ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।


বেশ কয়েকজন পুরোনো আসবাব ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকায় বছরে কমবেশি ৫০০ কোটি টাকার আসবাব কেনাবেচা হয়ে থাকে।   

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও