অপরিকল্পিত নগরায়ণে ডুবেছে রাজশাহী নগরী

যুগান্তর রাজশাহী মেট্রোপলিটন প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৩, ১৪:৫৫

অপরিকল্পিত নগরায়ণে ডুবছে রাজশাহী নগরী। বাছবিচারহীনভাবে নিচু ডোবা, জলাশয় ও পুকুর ভরাট ভবন তৈরি ও ফসলি জমিতে নির্বিচার আবাসন গড়ে তোলার প্রবণতায় ঘটছে বিপর্যয়। এ ছাড়া সড়কের চেয়ে ড্রেনের উচ্চতা বেশি হওয়ায় ২০ ঘণ্টার বৃষ্টিতে ডুবে যায় গোটা রাজশাহী নগরী। 


প্রকট জলাবদ্ধতায় নগরীর অনেক বাড়িঘরে ঢুকেছে বৃষ্টির পানি। বৃষ্টি থামার ২৪ ঘণ্টা পার হলেও নগরীর নিম্নাঞ্চলে এখনো পানি জমে রয়েছে। নগরীর গলি সড়কগুলোতেও পানি রয়ে গেছে। অনেক ঘর থেকে এখনো নামেনি পানি। 


এদিকে দুর্ভোগকবলিত নগরবাসী ও বিশেষজ্ঞরা বলছেন, গত ২০ বছরে নগরীর অধিকাংশ খাল, ডোবা, জলাশয় ও পুকুর ভরাট করে আবাসন এবং সড়কপথ তৈরির কারণে গত বুধ ও বৃহস্পতিবারের ভারি বর্ষণে হাঁটু-কোমরপানিতে তলিয়ে যায় নগরী। ইতোমধ্যে কোমরপানিতে নিমজ্জিত নগরীর প্রধান সড়কে নৌকা চলাচলের ছবিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। গ্রিন সিটির মলিন বাস্তবতা নিয়ে উঠতে শুরু করেছে হাজারও প্রশ্ন।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও