কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আজও বৃষ্টি হবে ঢাকা-সিলেট-ময়মনসিংহে, পরশু থেকে বাড়তে পারে গরম

ডেইলি স্টার আবহাওয়া অধিদফতর প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৩, ১১:৫১

মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে গত তিন দিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে।


আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপটি এখনো গুরুত্বহীন হয়ে পড়েনি। বর্তমানে এটি বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থান করছে। যে কারণে আজও ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।


আজ শনিবার সকালে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঢাকায় গত দুই দিনের চেয়ে তুলনামূলক কম বৃষ্টি হলেও ময়মনসিংহ ও সিলেটে মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।'


তিনি আরও বলেন, 'গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ৩৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সিলেটে ১০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।


'আগামী পরশু থেকে প্রায় সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। সে সময় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে,' বলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও