You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশ এখনো সেমিতে খেলার মতো দল হয়ে উঠেনি: আশরাফুল

এবার ভারতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের আসর। এ নিয়ে বাংলাদেশ সপ্তমবার অংশ নিচ্ছে বিশ্বকাপে। ১৯৯৯ সাল থেকে শুরু করে ২০২৩- প্রতিটি বিশ্বকাপেই সরব উপস্থিতি বাংলাদেশের। এর মধ্যে ২০০৩ বিশ্বকাপে কোনো জয় নেই। বাকিগুলোতে মোট ১৪টি ম্যাচে জয় পেয়েছেন টাইগাররা। তবে কোনো বিশ্বকাপে তিনটির বেশি জয় পাননি টাইগাররা।

বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করে সর্বোচ্চ সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে। এর বেশি লক্ষ্য নির্ধারণ করারই যেন সাহস পায় না। কিন্তু যে লক্ষ্যটা নির্ধারণ করে, সেটিও অর্জন হয়নি কখনো।

এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন, বাংলাদেশ এখন পর্যন্ত বিশ্বকাপের সেমিফাইনাল খেলার মতো যোগ্য দল হয়ে উঠতে পারেনি। 

কেন পারেনি? এমন প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, এমনিতে দলটা অনেক ভালো। ব্যাটিং ও বোলিংয়ে বেশ কিছু কোয়ালিটি ও ট্যালেন্টেড প্লেয়ার আছে। তার পরও আমার মনে হয়, বিশ্বকাপের সেমিফাইনাল খেলা আর চ্যাম্পিয়ন হওয়ার মতো দল হয়ে উঠিনি আমরা। কিছু কিছু জায়গা ও ক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে। এই কারণে আমি অতদূর চিন্তা করছি না। তবে এমনিতে আমি আশা করব, আমাদের দল তিনটা ম্যাচ জিতবে। এর চেয়ে বেশি যদি জিততে পারে, সেটাই হবে পাওয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন