অবশেষে জমি নিবন্ধনের খরচ কমল
প্রথম আলো
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৩, ১৮:৪৭
জমি নিবন্ধনের খরচ তথা করের পরিমাণ পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন নিয়মে মৌজা ভিত্তিতে করহার নির্ধারণ করা হয়েছে। এতে এলাকাভেদে অনেক স্থানের ভূমি নিবন্ধন কর কমেছে। একই সঙ্গে আবাসন কোম্পানি বা ভূমি উন্নয়নকারীর কাছ থেকে বাণিজ্যিক ও আবাসিক প্লট এবং অন্য জমির করের হারও হালনাগাদ করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত মঙ্গলবার এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা ও এর বাইরে অবস্থিত জমিকে মৌজা অনুযায়ী ক থেকে ঙ—এই পাঁচ শ্রেণিতে ভাগ করা হয়েছে। এসব এলাকায় এখন থেকে নতুন হিসাবে জমি বিক্রির উৎসে কর আদায় করা হবে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- জমি নিবন্ধন ফি