![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F1029114c-37fd-4c36-a816-595983984828%252Feditorial_5.png%3Frect%3D0%252C0%252C1600%252C900%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
চট্টগ্রামে পুলিশি হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবসরপ্রাপ্ত উপপরিচালক এস এম শহীদুল্লাহর মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নগরের চান্দগাঁও থানায় এ ঘটনা ঘটে।
৬৭ বছর বয়সী একজন মানুষকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল, কয়েক ঘণ্টা না যেতেই তাঁর মৃত্যু হলো—এটা মেনে নেওয়ার সুযোগ নেই। এস এম শহীদুল্লাহর ছেলে নাফিজ শহীদ প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সাদাপোশাকে চান্দগাঁও থানার দুই এএসআই (সহকারী উপপরিদর্শক) তাঁর বাবাকে বাসা থেকে থানায় নিয়ে যান। পরে তাঁরা জানতে পারেন, মারামারির একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। মারামারির ঘটনায় কেউ আসামি হলেই তাঁকে ধরে নিয়ে যেতে হবে কেন?
পরিবারের অভিযোগ, হৃদ্রোগী শহীদুল্লাহকে থানা কর্তৃপক্ষ ওষুধ দিতে দেয়নি। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাইরুল ইসলাম অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গ্রেপ্তারের পর বয়স্ক লোক হওয়ায় দুদকের অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে প্রথমে আমার কক্ষে আনা হয়।