মিথিলার প্রশংসায় সৃজিত
চলতি বছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। শিহাব শাহীনের পরিচালনায় এতে নাম ভূমিকায় অভিনয় করেন নাসির উদ্দিন খান। তার সঙ্গে আছেন মিথিলা। যার অনবদ্য অভিনয়ও দর্শকের নজর কাড়ে। মুক্তির প্রায় সাড়ে পাঁচ মাস পর অ্যালেন স্বপন (নাসির উদ্দিন খানের চরিত্রের নাম) ও শায়লার (মিথিলার চরিত্রের নাম) প্রশংসা করছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি।
আজ বৃহস্পতিবার প্রথম প্রহরে সোশ্যাল হ্যান্ডেলে এই নির্মাতা লিখেছেন, ‘“মাইশেলফ অ্যালেন স্বপন” পদ্মাপাড়ের আরও একটি দুর্দান্ত, স্লো বার্নিং (ধীর গতিতে মুগ্ধ করে) কাজ। কেন্দ্রীয় চরিত্রে নাসির উদ্দিন খানের অভিনয় এককথায় অনবদ্য। আর মিথিলাকে নিয়ে কী বলবো! অসংখ্য টেলিফিল্মে কাজ করা থেকেই ও সবসময় নিজের কমিক টাইমিং নিয়ে সচেতন। তবে শায়লার (সিরিজে মিথিলার চরিত্রের নাম) চরিত্রের জটিল ধাপগুলো সে যেভাবে ফুটিয়ে তুলেছে, তা নিঃসন্দেহে অসাধারণ। জাদু চরিত্রে আব্দুল্লাহ আল সেন্টু খুবই মুগ্ধকর, তার সূক্ষ্ম চাহনি ভোলার মতো নয়।’