![](https://media.priyo.com/img/500x/https://www.deshrupantor.com/assets/news_images/2023/10/05/nazrul.jpg)
গণঅভ্যুত্থান দূরের কথা, সাংবিধানিক রাজনীতির জয় হতে যাচ্ছে
‘একটা জংলা রঙের ওড়না কোমরে বেঁধে বিষকাটালীর/ ঝোপ পার হয়ে আমরা যাব কান নিয়ে যাওয়া চিলের পেছনে!’
লেখাটির শুরুতেই উপসংহার হিসেবে অনতিতরুণ কবি নাদিয়া জান্নাতের দুটো পঙ্ক্তি চালিয়ে দেওয়া যেত। কিন্তু ‘কপাল পোড়া এই দেশে সেটা হওয়ার জো নেই। কারণ, সাধারণে যে কথাটি সহজে বোঝেন, দেশের মধ্যবিত্ত শ্রেণির অন্তর্নিহিত ভাবধারার প্রতিনিধিত্বকারী কতিপয রাজনীতিবিদ তা বোঝেন না বা বুঝতে চান না! বলছিলাম দেশের চলমান রাজনৈতিক ঘনঘটা প্রসঙ্গে। অনেকে অবশ্য একে ‘বিশাল সংকট’ হিসেবে দেখছেন। হুঙ্কার দিচ্ছেন চলতি মাসেই নাকি ‘এসপার-ওসপার’ হবে! কেউ কেউ তো আরও একধাপ এগিয়ে ‘অক্টোবর বিপ্লব’-এর স্বপ্ন দেখছেন। যেমন মাঠের রাজনীতিতে থাকা বিরোধী রাজনৈতিক দল বিএনপি ও তার সমমনা দলগুলো দাবি করছে, অক্টোবর মাসেই তারা দফারফা করে ফেলবেন।