প্রিয় মানুষটির কথা মনোযোগ দিয়ে শোনা জরুরি

ঢাকা ট্রিবিউন প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৩, ১৪:৪৭

অনেকেরই অভিযোগ, প্রিয় মানুষটি তার কথা মনোযোগ দিয়ে শোনেন না। বরং প্রসঙ্গ না বুঝেই অনেকে কথার জবাবে ভর্ৎসনা করে থাকেন। কিন্তু এমনটা করা একদমই অনুচিত।


সঙ্গীর যেকোনো মন্তব্যের জবাবে প্রতিক্রিয়া জানানোর চেয়ে তার কথা মনোযোগ দিয়ে শোনা বেশি জরুরি। কারণ তার কথা মনোযোগ দিয়ে শুনলে যেমন সমস্যার মূল কারণ আর গভীরতা বোঝা যায়, তেমনি সমাধানের পথ বের করাও সহজ হয়।


চলুন জেনে নিই সঙ্গীর কথার প্রতি কীভাবে বাড়তি মনোযোগ দেওয়া যায়-


গুরুত্ব দিন
প্রিয় মানুষটির সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন ব্যবহার এবং অন্যান্য কাজ থেকে নিজেকে দূরে রাখুন। কথা বলার সময় তার চোখে চোখ রাখুন। এতে যেকোনো জটিল সমস্যা নিয়ে আলোচনার ক্ষেত্রেও তিনি আপনার সঙ্গে মন খুলে কথা বলতে আগ্রহী হবেন।


মনোযোগী শ্রোতা হোন
কথা বলার সময় অনেকে শুধু বিপরীত পাশের মানুষটির মুখের ভাষাই শুনে যান। কিন্তু এক্ষেত্রে ওই মানুষটির মনের কথাও বোঝা প্রয়োজন। তাই প্রিয় মানুষটির যেকোনো কথা পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন। এতে বোঝাপড়া বাড়বে এবং তার দৃষ্টিভঙ্গি নিয়ে পরিষ্কার ধারণা পাবেন।


কথার মাঝে না আটকানো
কথার মাঝে থামিয়ে কখনো নিজে কথা বলতে যাবেন না। কারণ কথার মাঝে কাউকে বারবার থামালে তিনি স্বাভাবিকভাবে কিছু বলতে আগ্রহ হারাতে পারেন। নিজে কিছু বলতে চাইলে তার কথা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও