You have reached your daily news limit

Please log in to continue


প্রিয় শিক্ষককে যেসব গ্যাজেট উপহার দিতে পারেন

শুধু মানুষ নন, দেশ গড়ার কারিগর যারা, সেই বিশেষ মানুষের জন্য আজকের এই দিনটা। যারা নিরলস পরিশ্রম করেন সন্তানতুল্য ছাত্র-ছাত্রীদের মানুষ করার জন্য। যারা ভালো মানুষ হয়ে গড়ে তুলবে একটি সমাজ, একটি রাষ্ট্র। শিক্ষকরা তাদের আদর্শ, জ্ঞানের পুরো ভাণ্ডার ঢেলে দেন তার ছাত্র-ছাত্রীদের মাঝে।

সেই সব শিক্ষকদের সম্মান ও শ্রদ্ধা জানাতে পুরো বিশ্বে আজ পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। প্রিয় শিক্ষককে আজ উপহার দিতে পারেন। এজন্য বেছে নিতে পারেন স্মার্ট সব গ্যাজেটগুলো। দেখে নিন প্রিয় শিক্ষককে উপহার দিতে পারেন একম কিছু গ্যাজেট সম্পর্কে-

স্মার্টওয়াচ
সময় দেখা ছাড়াও নানা কাছে ব্যবহার করা যায় স্মার্টওয়াচ। বিশেষ করে স্বাস্থ্যের খেয়াল রাখতে অসংখ্য ফিচার দেওয়া থাকে। হার্ট রেট, ডায়াবেটিস এখন স্মার্টওয়াচেই মেপে নিতে পারবেন। ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেলও (SpO2) পরিমাপ করতে পারবেন। সারাক্ষণ স্মার্টওয়াচ শারীরিক অবস্থার জানান দেবে। ব্যবহারকারী দিনে কতগুলো স্টেপ হাঁটলেন, কত ক্যালোরি বার্ন করলেন, তা সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক রিপোর্ট দেখায় স্মার্টওয়াচ। স্লিপ মনিটরিং সেন্সরও রয়েছে স্মার্টওয়াচে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন