কুমিল্লা থেকে চট্টগ্রামমুখী বিএনপির রোডমার্চ শুরু, মহাসড়কে যানজট
সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির কুমিল্লা থেকে চট্টগ্রামমুখী রোডমার্চ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া খন্দকার ফুড গ্যালারি মাঠে রোডমার্চের উদ্বোধনী সমাবেশ হয়। রোডমার্চটি কুমিল্লা থেকে ফেনী হয়ে চট্টগ্রামে যাবে। বিকেলে চট্টগ্রামের নেভাল অ্যাভিনিউ সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে রোডমার্চের সমাপ্তি সমাবেশ হবে।
চট্টগ্রামের পথে মিরসরাই ও সীতাকুণ্ডে বিএনপির পথসভা অনুষ্ঠিত হবে। তবে বিএনপির রোডমার্চকে ঘিরে ক্ষমতাসীন দলের কোনো তৎপরতা এখনো চোখে পড়েনি। রোডমার্চের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ঢাকামুখী যানগুলো ধীরে ধীরে চলছে। ফলে মহাসড়কে সৃষ্টি হয়েছে যানজটের।
রোডমার্চের উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ। এতে বক্তব্য রাখেন প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল নোমান, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোডমার্চের নেতৃত্ব দেবেন। সমাবেশে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া থেকে বিএনপির নেতা-কর্মীরা যোগ দিয়েছেন।