You have reached your daily news limit

Please log in to continue


দক্ষতার ঘাটতি তরুণ সমাজের উন্নয়নে বড় চ্যালেঞ্জ

দক্ষতার ঘাটতি বর্তমান তরুণ সমাজের উন্নয়নের পথে প্রধান চ্যালেঞ্জ। বিভিন্ন ধরনের দক্ষতার ঘাটতির কারণেই কর্মসংস্থানের ক্ষেত্রে অসুবিধায় পড়তে হয়। এ ছাড়া জীবনমুখী শিক্ষার অভাব এবং শিক্ষা ও শ্রমবাজারের মধ্যে একটা শূন্যতা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জে রয়েছে দেশের তরুণ সমাজ। 

‘তরুণ সমাজের নাজুকতা নিরূপণ’ শিরোনামে এক আলোচনা সভায় এসব চ্যালেঞ্জের কথা উঠে আসে। গতকাল বুধবার রাজধানীর গুলশানে হোটেল আমারিতে যৌথভাবে এ সভার আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং– সানেম ও উন্নয়ন সংস্থা একশনএইড। 

সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন একশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, সানেমের গবেষণা পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা। বিষয়ের ওপর একটি গবেষণাপত্র উপস্থাপন করেন সানেমের জ্যেষ্ঠ গবেষণা সহকারী ইসরাত শারমিন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন