বিজ্ঞাপনহীন ফেসবুক ও ইনস্টাগ্রামের ফি ১৩ ইউরো
ইউরোপের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপনবিহীন সংস্করণ ‘সাবস্ক্রিপশন নো অ্যাডস’ বা এসএনএ প্ল্যান আনতে যাচ্ছে মেটা। ব্যবহারকারীরা পেইডে সেবা নিলে ব্যক্তিগত তথ্য নিয়ে টার্গেটেড বিজ্ঞাপন দেখাবে না তারা। মোবাইলে অ্যাড ফ্রি বা বিজ্ঞাপনবিহীন সংস্করণের জন্য ব্যবহারকারীকে ১৩ ইউরো বা দেড় হাজার টাকা গুনতে হবে। ওয়েব ব্রাউজারের জন্য খরচ করতে হবে ১০ ইউরো বা এক হাজার ১৬৩ টাকা।
গত মাসেই বেলজিয়াম ও আয়ারল্যান্ডের ডাটা সুরক্ষা পর্যবেক্ষণকারী সংস্থাকে এসএনএ প্ল্যান নিয়ে আসার কথা নিশ্চিত করে মেটা।
সিএনবিসিকে মেটার মুখপাত্র বলে, মেটা বিনামূল্যে পরিষেবায় বিশ্বাস করে যা বিজ্ঞাপনের মাধ্যমে সমর্থন করে। তবে নতুন আইনের সঙ্গে সামঞ্জস্য রাখতে কোম্পানি বিকল্প ব্যবস্থার জন্য চেষ্টা করছে। এই মুহূর্তে আর বিশেষ কোনো তথ্য তার কাছে নেই।
প্রতিবেদন অনুসারে, ডেস্কটপের জন্য মেটা প্রতিমাসে প্রায় ১০ ইউরো (১০ দশমিক ৪৬ ডলার) ফি নেবে এবং প্রতিটি লিংক অ্যাকাউন্টের জন্য অতিরিক্ত ৬ ইউরো যুক্ত হবে।
আর স্মার্টফোনে একটি অ্যাকাউন্টের জন্য ১৩ ইউরো দিতে হবে। এই ফি বেশি হওয়ার কারণ হলো, অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোর গুলোকে কমিশন দিতে হবে।