১৯৮০ সালের ৪ অক্টোবর কলকাতায় জন্ম পাওলি দামের। তাঁর পরিবারের আদি নিবাস ছিল বাংলাদেশের ফরিদপুরে। ২০০৩ সালে টিভি সিরিয়াল দিয়ে অভিনয় শুরু করেন পাওলি। চলচ্চিত্র অভিষেক হয় ২০০৬ সালে, ‘তিন ইয়ারির কথা’ দিয়েইনস্টাগ্রাম থেকে
অভিনয় শুরুর পর ভিন্নধর্মী চরিত্র বাছাই, অভিনয় দক্ষতার জন্য প্রশংসিত হন পাওলি। ‘কালবেলা’ থেকে তাঁকে ফোন করেছিলেন নির্মাতা মৃণাল সেন স্বয়ং। এ প্রসঙ্গে পাওলি বলেন, ‘“কালবেলা” দেখে উনি ফোন করেছিলেন। অচেনা নম্বর, ফোন ধরতেই ও পাশ থেকে কেউ বললেন, “আমি মৃণাল সেন বলছি।” সত্যি বলছি, বিশ্বাস করতে পারিনি। উনি বলেছিলেন যে ছবিতে আমার অভিনয় তাঁর ভালো লেগেছে’ইনস্টাগ্রাম থেকে
২০১১ সালে ‘ছত্রাক’ সিনেমায় অভিনয় করেন পাওলি। এই সিনেমার একটি ক্লিপ ছবি মুক্তির আগেই ভাইরাল হয়। ক্লিপটিতে পাওলিকে দেখা যায় চরিত্রের প্রয়োজনে নগ্ন দৃশ্যে অভিনয় করতে, যা নিয়ে পশ্চিমবঙ্গে শুরু হয় প্রবল বিতর্কইনস্টাগ্রাম থেকে
এরপর হিন্দি, বাংলা মিলিয়ে বেশ কয়েকটি সিনেমা ও সিরিজে অভিনয় করেন পাওলি দাম। তবে ক্যারিয়ারের শুরুর দিকে যেভাবে আলোচনা তৈরি হয়েছিল, অভিনেত্রীর পরের সিনেমাগুলো সেভাবে আলো ছাড়াতে পারেনি। অনেকে মনে করেন, ‘ছত্রাক’ সিনেমার বিতর্কের কারণেই পাওলির ক্যারিয়ার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেনি
You have reached your daily news limit
Please log in to continue
বিতর্কের পর কতটা এগিয়েছেন পাওলি দাম
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন