You have reached your daily news limit

Please log in to continue


বঙ্গবন্ধু শিল্প পুরস্কার পেল ১২ প্রতিষ্ঠান

শিল্প খাতে অসামান্য অবদানের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার-২০২২’ পেয়েছে দেশের ১২টি শিল্পপ্রতিষ্ঠান। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কারের ক্রেস্ট, অর্থ ও সনদ তুলে দেন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মোট ছয়টি ক্যাটেগরিতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার দেওয়া হয়। বৃহৎ শিল্প বিভাগে প্রথম স্থান অধিকার করেছে রানার অটোমোবাইলস লিমিটেড। এর পর রয়েছে জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেড। নীতা কোম্পানি লিমিটেড মাঝারি শিল্প ক্যাটেগরিতে প্রথম এবং নোমান টেরি টাওয়েল মিলস লিমিটেড দ্বিতীয় স্থানে রয়েছে। ক্ষুদ্র শিল্প ক্যাটেগরিতে বিজয়ীদের মধ্যে প্রথম স্থানে রয়েছে– হজরত আমানত শাহ স্পিনিং মিলস লিমিটেড, দ্বিতীয় স্থানে বসুমতি ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে টেকনো মিডিয়া লিমিটেড। মাইক্রো ইন্ডাস্ট্রিজ ক্যাটেগরিতে গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং কুটির শিল্প ক্যাটেগরিতে শামসুন্নাহার টেক্সটাইল মিলস পুরস্কার পেয়েছে। হাই-টেক ইন্ডাস্ট্রিজ ক্যাটেগরিতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রথম এবং সুপারস্টার ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ লিমিটেড দ্বিতীয় স্থান অধিকার করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন