ছোটবেলায় বাসায় ঘণ্টার পর ঘণ্টা বাংলা সিনেমা দেখতাম: সুনেরাহ

প্রথম আলো প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৩, ১৩:১৯

আমি তো বলব, খুবই ভালো সাড়া পাচ্ছি, এতটা প্রত্যাশা করিনি। এটা তো আমার দ্বিতীয় ছবি। অন্তর্জাল দেখতে এ প্রজন্মের মানুষজন পরিবার নিয়ে যাচ্ছেন। এর আগে এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হইনি। প্রত্যেকে এসে আলাদাভাবে বলছে, ‘নায়িকারা এ রকম চরিত্রে কাজ করতে চায় না; কিন্তু তুমি সুন্দরভাবে ব্যাপারটা ম্যানেজ করেছ।’ হল ভিজিটে গিয়ে তো পরিচিত অনেকের সঙ্গে দেখা হয়েছে। একই সময়ে যেহেতু শাহরুখ খানের জওয়ান চলছে; ভেবেছি, ওরা বুঝি সেটিই দেখতে এসেছে। জানতেও চেয়েছিলাম অনেকের কাছে। উত্তরে তারা বলেছে, ‘নাহ, আমরা অন্তর্জাল দেখতে এসেছি।’ এসব যখন দেখছি, তখন তো অবশ্যই ভালো সাড়াই বলব।


অনেকে বলেছেন, এ রকম সিনেমা বাংলাদেশে আগে হয়নি। অনেকে লোকেশন পছন্দ করছে। কাস্টিংও ভালো লেগেছে জানিয়েছে। গল্প ভালো। পরিবার নিয়ে দেখার মতো, বাচ্চারাও মজা পাচ্ছে। আমার মনে হয়, দেশের দর্শকেরা এ ধরনের ছবি চায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও