বয়স ১০৪, ঝাঁপ দিলেন ৪১০০ মিটার ওপর থেকে
বয়স ৮০ পেরোলেই অধিকাংশ মানুষের জগৎ যেখানে ঘরের মধ্যে বন্দী হয়ে যায়, সেখানে ১০৪ বছর বয়সী মানুষের আকাশে ভেসে বেড়ানোর ঘটনা অনেকটা অবাস্তব মনে হতে পারে। তবে বাস্তবে এমনটাই ঘটেছে। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে গত রোববার ডরোথি হাফনার (১০৪) বুঝিয়ে দিলেন, বয়স কোনো বিষয় নয়। মানসিক ও শারীরিক শক্তিই বড় কথা।
ডরোথিকে ওয়াকারে ভর করে চলাচল করতে হয়। তবে এবারই তিনি প্রথম স্কাইডাইভ (আকাশ থেকে ঝাঁপ) করছেন এমনটা নয়, ১০০ বছর বয়সে তিনি প্রথমবার কাজটি করেছেন।
মাত্র সাত মিনিটে স্কাইডাইভ শেষ করে শিকাগোতে মাটি স্পর্শ করার পর উপস্থিত সবাই তাঁকে অভিবাদন জানাতে ছুটে আসেন। ডরোথি বলেন, ‘বয়স শুধু একটি সংখ্যা মাত্র।’
এর আগে গত বছরের মে মাসে সুইডেনের ১০৩ বছর বয়সী ইনগেগার্ড লারসন সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি হিসেবে স্কাইডাইভ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান। এখন স্কাইডাইভ শিকাগো ডরোথির নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তোলার চেষ্টা করছে।