এ বিশ্বকাপই কি ঠিক করে দেবে ওয়ানডের ভবিষ্যৎ
প্রথম আলো
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৩, ১১:৪৫
আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো আছেই, এর সঙ্গে যোগ হয়েছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের ‘উৎপাত’। সংযুক্ত আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্রের মতো আইসিসির সহযোগী সদস্য দেশগুলোও এখন বিশ্বের নামীদামি তারকাদের এনে ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করছে। তাই রব উঠেছে, এত কিছুর চাপে ওয়ানডে ক্রিকেট থাকবে তো?
টি-টোয়েন্টির ঝড় সামলে ওয়ানডে এখনো দাঁড়িয়ে আছে। আগামী বৃহস্পতিবার থেকে ভারতে ৫০ ওভারের সংস্করণের বিশ্বকাপ শুরু হতে চলেছে। সবার নজর এখন এই বিশ্বকাপের দিকেই। এ টুর্নামেন্ট দিয়েই বোঝা যেতে পারে, গত এক যুগে ওয়ানডে ক্রিকেট কতটা বিকশিত হয়েছে। এটি ঠিক করে দিতে পারে ওয়ানডের ভবিষ্যৎ কী!