বন্ধুদের কেন বাসা থেকে ম্যাচ দেখতে বললেন কোহলি?
ভারতীয় ক্রিকেটের বড় পোস্টার-বয় বিরাট কোহলি। এই মাস্টার ব্যাটারের সামনে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বেশকিছু রেকর্ড হাতছানি দিচ্ছে। তিনি নিজেও পুরোদমে প্রস্তুতি সেরেছেন। কোহলিসহ রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিনের মতো বড় তারকাদের নিয়ে আরও একবার শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চায় ভারত। এরই মাঝে বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে একটি বিড়ম্বনার বিষয় সামনে এনেছেন বিরাট কোহলি। ম্যাচের টিকিট নিয়ে তাকেও ঝামেলায় পড়তে হয় বলে তার এক পোস্টে ইঙ্গিত পাওয়া গেছে!
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে বিড়ম্বনার হলেও ‘মজার’ এই তথ্য ভাগাভাগি করে নিয়েছেন কোহলি। সেই স্টোরিতে ভারতীয় এই তারকা লিখেন, ‘বিশ্বকাপ যখন একেবারে দোরগোড়ায়, তখন বন্ধুদের বিনীতভাবে জানাচ্ছি যে, পুরো টুর্নামেন্টে আমাকে কেউ টিকিটের জন্য অনুরোধ করবেন না। বাসা থেকে খেলা উপভোগ করো, প্লিজ (হাসির ইমোজি)।’
- ট্যাগ:
- খেলা
- খেলা দেখা
- ওয়ানডে বিশ্বকাপ
- বিরাট কোহলি