You have reached your daily news limit

Please log in to continue


আপনার রাশিফল: দিনটি আজ কেমন যাবে (৪ অক্টোবর ২০২৩)

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রা হতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

ব্যবসায়ে আজ লাভের পাল্লা ভারী থাকবে। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ উড়িয়ে নিয়ে যেতে পারে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

মিথুন (২২ মে-২১ জুন)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। মামলা–মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। হতাশ প্রেমিক–প্রেমিকার জন্য আজ চমক জাগানিয়া সুখবর অপেক্ষা করছে।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। প্রেমের রঙিন প্রজাপতি উড়ে এসে আপনার হৃদয়কাননে ঠাঁই নিতে চলেছে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

আপনি একজন শিল্পোদ্যোক্তা হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমের দৌড়ে পিছিয়ে পড়া আপনি আজ অন্যদের টপকে যেতে সক্ষম হবেন। দূরের যাত্রা শুভ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন