মন্ত্রিপরিষদ সচিব পদে মাহবুব হোসেনই কি থাকছেন, নাকি নতুন কেউ
প্রথম আলো
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৩, ২২:৪৮
চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ করে ১৩ অক্টোবর থেকে অবসরে যাওয়ার কথা রয়েছে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের। নিয়মানুযায়ী তাঁকে অবসর দিয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপনও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
যদিও সরকারি সূত্রগুলো বলছে, অবসরের নিয়মানুযায়ী এই প্রজ্ঞাপন জারি করা হলেও মাহবুব হোসেনকে চুক্তি ভিত্তিতে একই পদে রেখে দেওয়া হতে পারে। এ নিয়ে প্রশাসনে আলোচনা আছে। এটি হলে তাঁর অবসর–উত্তর ছুটি (পিআরএল) স্থগিত করা হবে।
আগামীকাল ৪ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর মন্ত্রিপরিষদ সচিব পদে মাহবুব হোসেন থাকবেন নাকি নতুন কেউ এই পদে আসবেন, তা চূড়ান্তভাবে জানা যাবে।