স্যাংশন খেয়ে আ. লীগের নেতারা এখন দরজা বন্ধ করে কাঁদে: আমীর খসরু
আমেরিকার ভিসা নিষেধাজ্ঞায় পড়ে আওয়ামী লীগের নেতারা ঘরের দরজা বন্ধ করে কাঁদে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে ফরিদপুর বিভাগীয় রোডমার্চের পথসভায় এই কথা বলেন তিনি।
বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর এক দফা দাবিতে আজ দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে রোডমার্চ ফরিদপুরের উদ্দেশে রওনা হয়। ফরিদপুর-ভাঙ্গা-গোপালগঞ্জ-মাদারীপুর হয়ে শরীয়তপুরে জনসভার মাধ্যমে রোডমার্চ শেষ হবে।
ফরিদপুরের পথসভায় আমীর খসরু বলেন, 'বিশ্বে যত দেশ আছে, যত গণতান্ত্রিক সংগঠন আছে, যত অধিকার সংগঠন আছে তারাও সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। এই অবৈধ সরকারের সঙ্গে দেশে-বিদেশে কেউ নেই। রাস্তাঘাটে যেখানেই যাই সবাই জানতে চায় এই সরকার আর কতদিন আছে? সবার প্রশ্ন এই সরকার কবে যাবে?'