সহজ উপায়ে পরিষ্কার করুন রান্নাঘরের এক্সহস্ট ফ্যান
চলতে চলতে রান্নাঘরের এক্সহস্ট ফ্যানে জমে ময়লার পুরু আস্তরণ। তেল-মসলার ধোঁয়া থেকে ফ্যানের ব্লেডের চেহারাই যায় পাল্টে। এতে ফ্যানের ওপর চাপ বাড়ে এবং এর প্রভাব পড়ে মোটরে।
এ কারণে এক্সহস্ট ফ্যান থেকে আওয়াজ বের হতে শুরু করে। তাই এক্সহস্ট ফ্যান ভালো করে পরিষ্কার করা জরুরি।
আপনার বাড়ির এক্সহস্ট ফ্যানের ব্লেডে লুব্রিকেটেড ধুলোর স্তর থাকলে সবার প্রথমে সেই ধুলোর স্তর সরাতে হবে। এ কাজে ঝাঁটা বা ডাস্টিং ব্রাশ ব্যবহার করা যেতে পারে।
এক্সহস্ট ফ্যানের ব্লেডে ধুলোর পুরু স্তরের কারণে দাগ তুলতে অসুবিধা হলে অ্যালকোহলিক ক্লিনার ব্যবহার করা যেতে পারে। এগুলো নিকটস্থ বাজারেই পাওয়া যায়। এসব ক্লিনার পুরু ময়লা দূর করে মোটরের ওপর চাপ কমায়। ফলে এক্সহস্ট ফ্যানের বাড়তি শব্দ বন্ধ হয়ে যায়।
দীর্ঘদিন সার্ভিসিং না করালেও এক্সহস্ট ফ্যান থেকে শব্দ বের হতে শুরু করে। দীর্ঘদিনের অযত্নে ফ্যানের মোটর মরচে ধরে জ্যাম হয়ে যায়। এমন অবস্থায় এক্সহস্ট ফ্যান থেকে আওয়াজ আসতে শুরু করে। সুতরাং আওয়াজ কম করতে এর মোটরে তেল এবং গ্রিজ দিতে হবে। এতে আওয়াজের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
- ট্যাগ:
- লাইফ
- রান্নাঘরের পরিচ্ছন্নতা
- সহজ উপায়