ঢাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

সমকাল প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৩, ১৫:২০

ভোটাধিকার প্রতিষ্ঠা, ক্যাম্পাসগুলোয় গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধ এবং প্রথম বর্ষে বৈধ সিট নিশ্চিতের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন। সংগঠনটির ঢাবি শাখার আয়োজনে সোমবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত তারা বিক্ষোভ মিছিল করে।



মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ মুহাম্মদ মাহবুবুর রহমান ও কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আল-আমিন বক্তব্য দেন। ঢাবি শাখার সভাপতি ইয়াছিন আরাফাত সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খাইরুল আহসান মারজান।



সভাপ্রধানের বক্তব্যে ইয়াছিন আরাফাত বলেন, তরুণ প্রজন্ম নিজেদের অধিকার নিশ্চিত করতে নিজেদের কল্যাণে নিজেরা সরকার নির্বাচন করবে। তাই আগামীর দেশ বিনির্মাণে এই প্রজন্মকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানাই।



কর্মসূচিতে সংগঠনটির ঢাবি শাখার সহসভাপতি মুহিব্বুল্লাহ বিন আতিক, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দীক, প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন, অর্থ সম্পাদক ইয়াছিন আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও