খাশোগি হত্যাকাণ্ড, পাঁচ বছরেও মেলেনি ন্যায়বিচার
সৌদি বংশোদ্ভূত সাংবাদিক জামাল খাশোগি হত্যার পাঁচ বছর পূর্ণ হয়েছে গতকাল সোমবার। ন্যায়বিচার তো দূরের কথা, দেশটির ওপর তেমন চাপই তৈরি করতে পারেনি বিশ্ব। সৌদি রাজতন্ত্রের এই সমালোচককে এই দিন তুরস্কে সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়। সৌদি অধিকারকর্মীরা এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এখনো লড়াই করে যাচ্ছেন। তারা বলছেন, সৌদি আরবের সঙ্গে বাণিজ্য ও বিনিময়ে আরেকটু রক্ষণশীল হওয়া প্রয়োজন।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ফ্রিডম ইনিশিয়েটিভের সৌদি পরিচালক আবদুল্লাহ আলাউধ বলেন, ‘আমরা জানি, বাস্তবতা হলো, বিশ্বের সরকারগুলোকে সৌদি আরবের সঙ্গে ব্যবসা করতে হবে, কিন্তু মানবাধিকার বা মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধগুলোকে জলাঞ্জলি দিয়ে কোনো দেশ যখন একনায়কতন্ত্র ও স্বৈরাচারী সরকারগুলোর সঙ্গে কাজ করে, তখন সেই দেশের নিজস্ব যে কৌশল বা মানবাধিকারের ধারণা, তা ভূলুণ্ঠিত হয়। তিনি বলেন, ‘আপনি যখননিরাপত্তার খাতিরে স্বাধীনতা জলাঞ্জলি দেন, তখন কোনোটাই টেকে না।’