You have reached your daily news limit

Please log in to continue


অনন্য আলোর ক্যামেরা নিয়ে ভিভো ভি২৯ ৫জি আসছে শিগগির

অনন্য আলোর ক্যামেরাসহ ভি২৯ ৫জি সিরিজ ভারতের বাজারে নিয়ে আসছে ভিভো।  ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলছে, অরা লাইট ফিচার নিয়ে আগামী ৪ অক্টোবর সিরিজটি বাজারে আসবে। ভি২৯ ৫জি সিরিজের মধ্যে ভিভোর বেসিক ফোন ভি২৯ ৫জি ও ভি২৯ প্রো রয়েছে। 

ক্যামেরার অরা লাইট ফিচার 

ভি ২৯ সিরিজে সেলফিতে কালার টেম্পারেচার অ্যাডজাস্ট (সমন্বয়) করার জন্য ক্যামেরায় অরা লাইট ফিচার যুক্ত করা হয়েছে। ভি ২৯ প্রোতে ওয়ার্ম ১৮০০কে থেকে কুল ৪৫০০কে পর্যন্ত কালার টেম্পারেচার পরিবর্তন করা যাবে। এই মডেলে ৫০ এমএম ফোকাল লেন্থসহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬৬৩ প্রাইমারি সেন্সর ব্যবহার করা হয়েছে। 

ফোনগুলোর দাম ও রং 

ডিভাইসের দাম নিয়ে তথ্য প্রদানকারী ওয়েবসাইট মাইস্মার্টপ্রাইস এক প্রতিবেদনে বলে, ভি২৯ সিরিজের দাম ৪০ হাজার রুপির মধ্যে হবে। ফোনগুলো তিনটি রঙে পাওয়া যাবে–হিমালিয়ান ব্লু (হালকা নীল), ম্যাজিস্টিক রেড (লাল) ও স্পেস ব্ল্যাক (কালো। এর মধ্যে  লাল রঙটি পরিবর্তনশীল। 

ভিভোর ভারতীয় ওয়েবসাইট, ফ্লিপকার্ট ও খুচরা দোকানে ফোনটি কিনতে পাওয়া যাবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন