৫ গোলের ম্যাচে ভারতের ওড়িশাকে হারালো বসুন্ধরা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৩, ২১:৩১

আগে গোল করে ওড়িশা এফসি অন্যরকম বার্তা দিয়েছিল। কিন্তু এএফসি কাপে নিজেদের মাঠে শুরুতে গোল খেয়ে হতোদ্যম হয়নি বসুন্ধরা কিংস। আগ্রাসী ফুটবল খেলে গোল শোধ তো দিয়েছেই, ব্রাজিলিয়ানদের নৈপুণ্যে ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতেছে ৩-২ ব্যবধানে।


সোমবার বসুন্ধরা কিংস অ্যারেনাতে রাতের ম্যাচে ম্যাচ ঘড়ির ১৯ মিনিটে এগিয়ে যায় ওড়িশা। মাভিমিংথাঙ্গা জেরির সঙ্গে দেওয়া নেওয়া করে বক্সে বল বাড়ান লালডিনলিয়ানা। ডান প্রান্ত ধরে দ্রুতই কোনাকুনি শট নেন ওড়িশার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডিয়েগো মউরিসিও। জিকোর পরিবর্তে গোলপোস্টের নিচে থাকা গোলকিপার মেহেদী হাসান ঠেকাতে পারেননি সেই শট। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও