কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খালেদার স্বাস্থ্যগত ঝুঁকির দায় সরকারকে নিতে হবে: গণতন্ত্র মঞ্চ

www.ajkerpatrika.com প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৩, ১৯:৪১

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবকে গণতন্ত্র মঞ্চের পরবর্তী সমন্বয়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ সোমবার গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 


সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে সরকারের মন্ত্রী-এমপিদের বক্তব্যকে নির্মম ও নিষ্ঠুর বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চর নেতারা। তাঁরা বলছেন, চিকিৎসা মানবিক ও নাগরিক অধিকার। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনৈতিক দর-কষাকষির কোনো সুযোগ নাই। চিকিৎসা পাওয়ার মানবিক অধিকার খর্ব করে তাঁর স্বাস্থ্যগত যেকোনো পরিস্থিতি ও ঝুঁকির দায় পুরোপুরি সরকারকে বহন করতে হবে। 


ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমনসহ আরও অনেকে অংশ নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও