কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাঠেই মেরে ফেলার হুমকি, অভিনেতা মনোজ বললেন দু-একজনকে আমি চিনি...

প্রথম আলো প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৩, ১৮:৪৫

সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগে ঘটে যাওয়া বেশ কিছু অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত অভিনেতা মনোজ প্রামাণিকের নাম। এটা নিয়ে কিছুটা বিব্রত এই অভিনেতা। ঘটনার দিন থেকে তিনি মানসিকভাবে দুশ্চিন্তায় রয়েছেন। এ নিয়ে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, শারীরিকভাবে তিনি ঠিক আছেন, তবে মানসিকভাবে ঠিক নেই। তিনি জানান, সেদিনের অপ্রীতিকর ঘটনার সময় টিমমেটরা আগেই তাঁকে টার্গেট করার বিষয়টা আঁচ করতে পারেন। যে কারণে আগেই তাঁকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। পরবর্তী ঘটনা সবাই দেখেছেন। কিন্তু কেন তাঁকে নিয়ে প্রতিপক্ষের দু-একজনের উচ্চবাচ্য, তা ঠিক মনোজের কাছে বোধ্য নয়।


মূলত সেলিব্রিটি ক্রিকেট লিগ আয়োজন করা হয়েছিল বাংলাদেশের সংস্কৃতিকর্মীদের মধ্যে মেলবন্ধন তৈরি করার উদ্দেশ্যে। সংস্কৃতি অঙ্গনে ও দেশের মিডিয়ায় যাঁরা নিয়মিত কাজ করছেন, তাঁদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বাড়িয়ে তোলা। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেট খেলাকে আরও বেশি উৎসাহিত করতে। কিন্তু এমন আয়োজনে হামলার ঘটনার দুই দিন পরে নিন্দা জানান মনোজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে