ডেঙ্গুও বুঝে গেছে নারীরাই সহজ টার্গেট

সমকাল উম্মে রায়হানা প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৩, ১৭:৪৬

এই মুহূর্তে সামাজিক মাধ্যম হোক বা মূলধারার গণমাধ্যম; চোখ খুললেই যা দেখা যায়, তাতে মনে হতে পারে বাংলাদেশের মূল সমস্যা সাকিব আল হাসান ও তামিম ইকবাল অর্থাৎ টাইগারদের দ্বৈরথ এবং আসন্ন ক্রিকেট বিশ্বকাপ। ক্রিকেটারদের ইগো সমস্যা, মান-অভিমান ভাঙাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও প্রয়োজন পড়ছে বারবার। এদিকে নাটক-সিনেমার তারকারা বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলতে গিয়ে মারামারি করে জন্ম দিয়েছেন ন্যক্কারজনক সংবাদের। 


এদিকে খবরে প্রকাশ, ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। মৃত্যু হচ্ছে দিনে ১৫ জনের। একই সঙ্গে রয়েছে একটি সুখবর। দেশে প্রথমবারের মতো ডেঙ্গু রোগের টিকার সফল পরীক্ষা হয়েছে। আইসিডিডিআর,বি এবং যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের লার্নার কলেজ অব মেডিসিনের গবেষকরা এই টিকার সফল পরীক্ষা করেছেন। টিকার নাম দেওয়া হয়েছে টিভি-০০৫। গত বুধবার (২৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাময়িকী ল্যানসেট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও