ঢাকায় শিশুদের ঘুরতে নিয়ে যেতে পারেন যেসব জায়গায়
ডেইলি স্টার
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৩, ১৭:১৭
শিশুদের মনোজগতের বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। কিন্তু ঢাকায় শিশুদের উন্মুক্ত খেলার স্থানের সংখ্যা খুবই অপ্রতুল। ফলে শিশুরা ভার্চুয়াল দুনিয়ায় বেশি সময় কাটাচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে তাদের মনোজগতে।
তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শিশুদের বিনোদনের জন্য ঢাকার ভেতরেও কিছু গেমিং জোন তৈরি হয়েছে। রয়েছে জাদুঘর, শিশুপার্ক ও উন্মুক্ত পার্কও।
শিশুদের অভিনব ইনডোর গেমিংয়ের অভিজ্ঞতা দিতে দুজন উদ্যোক্তা ২০১৮ সালে এই ব্যবসাটি চালু করেন। বর্তমানে মিরপুর, উত্তরা, ওয়ারী ও বাড্ডায় বাবুল্যান্ডের শাখা রয়েছে। নারায়ণগঞ্জেও একটি শাখা খোলার কথা আছে। এখানে ১০ বছর বয়স পর্যন্ত শিশুদের খেলাধুলার ব্যবস্থা রাখা হয়েছে। বাবুল্যান্ডে প্রতিটি শিশু ৪০০ টাকার বিনিময়ে ২ ঘণ্টার জন্য খেলাধুলার সুযোগ পায়। সঙ্গে অভিভাবক থাকলে তার জন্য বাড়তি ১৫০ টাকা গুণতে হবে।
- ট্যাগ:
- লাইফ
- পার্ক
- জাতীয় যাদুঘর