‘শহর থেকে শহরে’ ঘোরা ইংল্যান্ডের চেয়ে ভারতকেই এগিয়ে রাখছেন ব্রড

প্রথম আলো প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৩, ১৬:২৭

ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারের মতে, ভারতের মাটিতে বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড। যুক্তি হিসেবে জস বাটলারের দলের টপ ও মিডল অর্ডারে প্রতিভাবান ব্যাটসম্যানের ছড়াছড়ি, দুই-তিনজন বিশ্বমানের অলরাউন্ডার আর অভিজ্ঞ পেসারদের উপস্থিতির কথা বলেছেন গাভাস্কার।


তবে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড বাটলারদের এগিয়ে রাখতে পারছেন না। এ বছর অ্যাশেজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই পেসারের মতে, নিজেদের মাটিতে ভারতই শিরোপার সবচেয়ে বড় দাবিদার। ইংল্যান্ডকে পিছিয়ে রাখার অন্যতম কারণ লিগ পর্বে তাদের ভ্রমণঝক্কি।


১০ দলের বিশ্বকাপে প্রতিটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে মোট ৯টি ম্যাচ খেলবে। বিশ্বকাপের সূচিতে ইংল্যান্ডের লিগ পর্বের ৯ ম্যাচ রাখা হয়েছে ৮টি ভেন্যুতে। এর মধ্যে যে একটি ভেন্যুতে (আহমেদাবাদে) দুটি ম্যাচ রাখা হয়েছে, তাও পরপর নয়। একটি ৫ অক্টোবর, আরেকটি ৪ নভেম্বর। আবার প্রস্তুতি ম্যাচের ভেন্যুও ভিন্ন। অর্থাৎ লিগ পর্বের ৯টি ম্যাচ খেলার জন্য প্রতিবারই এক শহর থেকে আরেক শহরে দৌড়াতে হবে বাটলারদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও