কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নাক থেকে রক্তপাত হলে কী করবেন

প্রথম আলো প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৩, ১২:৪৯

ধরা যাক একদিন দেখলেন আপনার সন্তানের ডান নাক দিয়ে অবিরত রক্ত ঝরছে। আঘাতের কোনো ঘটনাই ঘটেনি। হঠাৎ করেই এমন বিপদ। কয়েক মিনিট নাক চেপে ধরেও রক্তপাত বন্ধ হলো না।


বাধ্য হয়ে গেলেন হাসপাতালের জরুরি বিভাগে। সেখানে চিকিৎসকেরা অস্ত্রোপচারকক্ষে নিয়ে গিয়ে দুই নাকে প্যাক দিয়ে দিলেন, সঙ্গে ওষুধপত্র। কিন্তু কেন এমন হলো?


নাক দিয়ে হঠাৎ রক্ত পড়া একটা ভয়ের ব্যাপার বটে। তবে এটি একটি উপসর্গ, কোনো রোগ নয়। এর পেছনে লুক্কায়িত আছে নাক অথবা অন্য কোনো রোগের বহিঃপ্রকাশের বিষয়টি।

কারণগুলো


শতকরা ৮০ থেকে ৯০ ভাগ রোগীর ক্ষেত্রে নাক দিয়ে রক্তপাত হওয়ার কারণ জানা যায় না।


সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে:


কোনো কারণে নাকে আঘাত পাওয়া বা মাথায় আঘাত (হেড ইনজুরি)।
নাকে কোনো কিছু ঢুকে যাওয়া।
নাকে প্রদাহ বা ইনফেকশন।
নাকের ভেতরে পলিপ।
অনেক সময় নাকের হাড় বাঁকা থাকলে।
নাকে ফাংগাল ইনফেকশন।
নাকের টিউমার বা ক্যানসার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও