![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/10/online/photos/%E0%A7%A7%E0%A7%A8-samakal-65199724426f9.jpg)
তৈরি ছাড়া সাইবার জগতকে নিরাপদ করা যাবেনা: পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘সমন্বয় ও সক্ষমতা তৈরি ছাড়া আমাদের সাইবার জগতকে নিরাপদ করা যাবেনা। চতুর্থ শিল্পবিপ্লবের যুগে ডেটা শুধু পিপল, ডিভাইস, ওয়েব, বা অ্যাপের সাথেই নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইন্টারনেট অব থিংস এর সাথেও যুক্ত হয়েছে, ফলে ঝুঁকির পরিমাণও বৃদ্ধি পেয়েছে।
রোববার ‘মেজারস এবং প্রিপারেডনেস ফর ইমার্জিং সাইবার থ্রেডস’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
পলক বলেন, সারা বিশ্বে প্রায় দশ ট্রিলিয়ন ডলার সমমূল্যের সাইবার অপরাধ সংগঠিত হচ্ছে। আমাদের সবারই ইন্টারনেটে, ডিজিটাল ডিভাইস, বা সাইবার ওয়ার্ল্ডের সাথে কোনোভাবে সংযোগ আছে।
তিনি বলেন, পৃথিবীতে দুই ধরনের ইন্টারনেট ব্যবহারকারী আছে, একদল জানে যে তারা সাইবার হামলার শিকার হয়েছে, আরেকদল জানেও না যে তারা সাইবার হামলার শিকার হয়েছেন। এসব ঝুঁকির থেকে বাঁচতে হলে আমাদের নিজেদের সক্ষমতা তৈরি করতে হবে। যাতে এআই, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্সের ওপরে আমরা এতো বেশি পারদর্শী হই যাতে এইটার কোনো নেগেটিভ ইউজ আমাদের বিরুদ্ধে কেউ না করতে পারে। সেজন্য ইন্ডাস্ট্রি, অ্যাকাডেমিয়া এবং গভর্নমেন্ট একসাথে কাজ করতে হবে।