কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ক্রিকেট বিশ্বকাপ : আরও সক্রিয় হচ্ছে অনলাইন জুয়ার সাইট

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৩, ১১:৩৮

পাশের দেশ ভারতে শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপকে কেন্দ্র করে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা শুরু হয়েছে দেশব্যাপী। আগামী এক মাসেরও বেশি সময় ধরে ক্রিকেটের জোয়ারে ভাসবে সারা বিশ্ব। বিশ্বকাপকে নিয়ে ভক্তদের পাশাপাশি অনলাইন জুয়াড়িরাও সক্রিয় হতে শুরু করেছেন। সারা বছরই অনলাইন জুয়ার রমরমা ব্যবসা চলে দেশে। তবে, বিশেষ কোনো ইভেন্টে সক্রিয়তা আরও বেড়ে যায়। যেহেতু অনলাইন বেটিং (জুয়া) সাইটগুলো অধিকাংশ খেলাধুলা কেন্দ্রিক, তাই ক্রিকেট বিশ্বকাপ বড় একটি ইভেন্ট জুয়াড়িদের জন্য।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, অনলাইন জুয়ার সাইটগুলো ক্রিকেট বিশ্বকাপকে কেন্দ্র করে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। ইতোমধ্যে বিদেশি অনলাইন বেটিং সাইটগুলোর বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমসহ নেট জগতে বেড়েছে। এসব বিজ্ঞাপন দেখে এবং ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে অনেক নতুন নতুন গ্রাহক অনলাইন জুয়ার সাইটে লগইন করছেন।


আরও জানা গেছে, ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে অনলাইন জুয়ার সাইটে এক শ্রেণির শিক্ষিত যুবকও যেমন লগইন করছেন, তেমনি নিম্ন শ্রেণির পেশাজীবীরাও অনলাইন জুয়ায় আকৃষ্ট হচ্ছেন।


পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সূত্রে জানা যায়, দেশে প্রায় ১৫০টির ওপরে অনলাইন জুয়া কিংবা বেটিং সাইট সক্রিয় রয়েছে। তবে, ক্রিকেট বিশ্বকাপকে কেন্দ্র করে এ প্রবণতা আরও বাড়তে পারে। এসব সাইটে প্রায় ২০ লাখের মতো মানুষ বেটিং কিংবা জুয়া খেলে থাকেন। এসব জুয়ার সাইট অধিকাংশ রাশিয়া কেন্দ্রিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও