সবার কাছে নাটক, তাঁদের কাছে পরীক্ষা

প্রথম আলো প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৩, ১৮:০৭

চরিত্র মোটে তিনটি। এক যুবতী, তাঁর প্রেমিক ও এক প্রৌঢ়। যুবতী ও তাঁর প্রেমিক চারুকলার শিক্ষার্থী, আর প্রৌঢ় শিক্ষক। এই তিন চরিত্রের জটিল, ত্রিভুজ মনস্তাত্ত্বিক সম্পর্কের গল্প নিয়ে সৈয়দ শামসুল হকের নাটক ঈর্ষা যদি আপনি দেখতে চান, ৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় হাজির হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের বার্ষিক উৎসব শুরু হচ্ছে ২ অক্টোবর। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। উৎসবে মঞ্চস্থ হবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ১৫টি বাংলা নাটক। সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত আটটায় দুটি করে নাটক দেখানো হবে। উদ্বোধনের দিন থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর।


এই নাট্যোৎসবের বিশেষত্ব তিনটি।


প্রথমত, নাটক যাঁরা পরিচালনা করছেন, তাঁরা পেশাদার কোনো পরিচালক নন। স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী।


দ্বিতীয়ত, এটি নিছক নাটকের উৎসবই না। ১৫ শিক্ষার্থীর ১০০ নম্বরের ফাইনাল পরীক্ষাও। প্রদর্শনীর দিন শিক্ষকেরা খাতা-কলম নিয়ে নম্বরও দেবেন। কেবল পরিচালকেরাই শিক্ষার্থী নন, ১৫টি নাটকে অভিনয় থেকে শুরু করে মঞ্চসজ্জা, আলোকসজ্জা, রূপসজ্জায় যাঁরা থাকবেন, তাঁরা সবাই কোনো না কোনো বর্ষের শিক্ষার্থী। উৎসবের ভেতর দিয়ে তাঁরা সবাই কোনো না কোনো কোর্সের পরীক্ষা দেবেন!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও