You have reached your daily news limit

Please log in to continue


‘গদর ২’ সিনেমার গান নিয়ে বিতর্ক, যা বললেন পরিচালক অনিল শর্মা

গদর এক প্রেম কথা’র সিকুয়েল ‘গদর ২’ মুক্তি পেয়েছে ২২ বছর পর। গত ১১ আগস্ট মুক্তি পাওয়া সানি দেওল অভিনীত সিনেমাটি বক্স অফিসে বেশ দাপট দেখিয়েছে। ৫০০ কোটি রুপির গণ্ডি পেরিয়েছে, তৈরি করেছে ইতিহাস। কিন্তু একদিকে যখন বক্স অফিসে ছবিটি এত সাফল্য পেয়েছে তখন আরেকদিকে একাধিক বিতর্ক উসকে গেছে এটিকে নিয়ে।


কিছুদিন মিউজিক কম্পোজার উত্তম সিং অভিযোগ করেন যে তাঁর কম্পোজ করা ‘উড় যা কালে কাওয়া’ এবং ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ গান দুটি ‘গদর ২’ সিনেমাতে ব্যবহার করার জন্য অনুমতি নেননি পরিচালক অনিল শর্মা। ২০০১ সালে মুক্তি পাওয়া ‘গদর এক প্রেম কথা’র জন্য এই দুইটি গান কম্পোজ করেছিলেন। এবার উত্তম সিংয়ের এই অভিযোগের উত্তর দিলেন পরিচালক অনিল শর্মা। বললেন ওনার অনুমতির প্রয়োজন নেই।


বলিউড ঠিকানাকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই গান দুটির ওপর অধিকার মিউজিক কোম্পানির। তাদের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল, নেওয়া হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন