You have reached your daily news limit

Please log in to continue


৬০ যেন নতুন ৪০! যেভাবে মানুষ চিরতরুণ থাকতে চায়

"বছর পাঁচেকের মধ্যে অনুমান করে আর মানুষের বয়স বোঝা যাবে না। আমাদের সবার বয়স তখন হবে ৩৮", কথাগুলো হেয়ার সার্জারিতে দক্ষ স্প্যানিশ চিকিৎসক ডেভিড সামপায়োর।

এই বিশেষজ্ঞের মতে, বয়সের ভেদাভেদ এমনভাবে মিইয়ে আসছে যে আমাদের বয়স অনির্দিষ্টকালের জন্য চল্লিশের কোঠায়ই আটকে থাকবে। 'এইজ গ্রুপ' বলে তখন আর কিছু থাকবেনা। বরং আমরা সবাই বিভিন্ন বয়সের তরুণ হয়ে থাকব।

আসছে ডিসেম্বরে ৬০-এ পা দেবেন হলিউড সুপারস্টার ব্র্যাড পিট। হায়ালুরোনিক অ্যাসিড এবং ভিটামিন সেরামে আসক্ত ডা. ডেভিড সামপায়ো তার সহকর্মীদের সাথে মিলে সম্প্রতি এই অভিনেতার ভিডিও'র চুলচেরা বিশ্লেষণ করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন