You have reached your daily news limit

Please log in to continue


প্রেম-বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাভিনার

নিজের প্রেম, বিয়ে নিয়ে মুখ খুললেন একসময়ের বলিউড সেনসেশন রাভিনা ট্যান্ডন। জানান পুরনো সম্পর্ক থেকে শুরু করে অতীতের কোনো কিছুই তিনি গোপন করেননি দুই দত্তক মেয়ে ছায়া ও পূজার কাছে। স্বামী অনিল থাদানির সঙ্গে বিয়ের পর রাশা ও রণবীর নামে দুই সন্তান হয় তার। তাদের কাছেও রাভিনার জীবন ‘খোলা বই’-এর মতো। 

রাভিনা জানান, আমার জীবন ওদের কাছে খোলা বইয়ের মতো। কারণ আজ না হলে কাল ওরা এটা জানবেই। কোথাও না কোথাও পড়বে। হতে পারে আরও খারাপ কিছু পড়ল। সবাই জানে ‘৯০-এর দশকে প্রেস কেমন ছিল। সেই সময় হলুদ সাংবাদিকতা শীর্ষে উঠেছিল। না ছিল সেই সব খবরের কোনো নৈতিকতা, না ছিল সততা।

রাভিনা মনে করেন, বর্তমান সোশ্যাল মিডিয়ার দৌলতে তারকারা নিজেদের কথা সরাসরি দর্শক-অনুরাগীদের কাছে পৌঁছে দিতে পারে। কিন্তু আগে তা ছিল না। সেলিব্রিটিরা ‘সম্পাদকদের দয়া’য় থাকতেন। তারা কার ক্যাম্পে বা তারা কাকে মাখন লাগাচ্ছে বা কোন নায়ক-নায়িকারা তাদের মাখন লাগায়— এসবের ওপর নির্ভর করত কাদের খবর বের হবে। সত্যি জানার চেষ্টা না করেই তখন চলত সংবাদ প্রকাশ করা। 

রাভিনা আরও যোগ করেন, ‘৯০-এর দশকে কিছু ম্যাগাজিন তার নামে সবচেয়ে খারাপ কিছু আর্টিক্যাল প্রকাশ করেছে। এবং তার নাম-বদনাম করার কোনো সুযোগও ছাড়েনি।

জানা গেছে, ১৯৯৫ সালে মোহরা সিনেমায় তার সহ-অভিনেতা অক্ষয় কুমারের প্রেমে পড়েন রাভিনা ট্যান্ডন। ‘৯০-এর দশকের শেষ দিকে তাদের এনগেজমেন্টও হয়েছিল। তবে সেই বিয়ে ভেঙে যায়। যার কারণ নিয়ে সেভাবে কোনো দিনই মুখ খোলেননি অক্ষয় বা রাভিনা কেউ-ই। রাভিনার সঙ্গে বিচ্ছেদের পরই টুইঙ্কেল খান্নার প্রেমে পড়েন অক্ষয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন