বিএনপিতে ফেরার প্রশ্নে যা বললেন তৈমূর আলম খন্দকার

যুগান্তর প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৩, ১১:৫৯

তৃণমূল বিএনপিতে যোগদান করেই দলটির শীর্ষ নেতৃত্বে চলে আসেন বিএনপির সাবেক নেতা তৈমূর আলম খন্দকার। চলতি বছরের ১৯ সেপ্টেম্বর এ পদে নির্বাচিত হন তিনি। এর পরই দলের মধ্যে শুরু হয় নানা আলোচনা। 



তৃণমূল বিএনপিতে মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুগান্তরের পক্ষ থেকে তৈমূর আলমের কাছে জানতে চাওয়া, দল (বিএনপি) যদি আপনাকে আবার ডাকে তা হলে কী করবেন?


জবাবে তৈমূর বলেন, দলে ফেরার কোনো সুযোগ নেই। তবে দলের সঙ্গে জোট হতে পারে, সেটি তৃণমূল বিএনপির সিদ্ধান্তক্রমে। জোটের রাস্তা তো যখন-তখন ভাঙে।


আমাকে যদি বিএনপি প্রয়োজন মনে করত; গত ১৩ বছরে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিত। সে সমর্থনের সুযোগ দেয়নি।  


তিনি আরও বলেন, বিএনপির এখন অত্যন্ত সুসময়। এ সুসময়ে আমার মতো খড়কুটোর দরকার নেই। 


এদিকে তৈমূর আলম তৃণমূল বিএনপিতে যোগ দেওয়ায় বিএনপিতে কেমন প্রভাব পড়তে পারে— এ নিয়ে অনেক নেতা কথা বলেছেন। 


এরই অংশ হিসেবে বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তৈমূর আলম খন্দকারের তৃণমূল বিএনপিতে যোগ দেওয়ায় বিএনপির কোনো ক্ষতি হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও