কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারী কাজেও দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ চাইলে কিনুন এই ল্যাপটপ

www.ajkerpatrika.com প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৩, ১১:৪৯

সাম্প্রতিক সময়ে ল্যাপটপের ধরন বদলে যাচ্ছে খুব দ্রুত। আগে সাধারণত হালকা ব্যবহারের জন্য ল্যাপটপ ব্যবহার করা হতো। ল্যাপটপের সবচেয়ে বড় সুবিধাই ছিল বহনযোগ্যতা। এর জন্য পারফরম্যান্সে অনেক ছাড় দেওয়া হতো।



কিন্তু এখন ল্যাপটপ ব্যাপকভাবে পাওয়ার ইউজার তথা অত্যাধুনিক সব সুবিধা সংবলিত কম্পিউটারে পরিণত হচ্ছে। এই অত্যাধুনিক সুবিধা সংবলিত ল্যাপগুলোর ক্ষেত্রে চার্জ একটি বড় সমস্যা। আর এই সমস্যা সমাধান করতে গিয়ে ল্যাপটপের আকার অনেক সময় বড় হয়ে যায়। তবে সেই সমস্যার সমাধান করেছে আসুস। 


ভারী কাজেও দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ চাইলে কিনুন এই ল্যাপটপ


আসুস বাজার এনেছে নতুন ল্যাপটপ। সাম্প্রতিক সময়ে ল্যাপটপের ধরন বদলে যাচ্ছে খুব দ্রুত। আগে সাধারণত হালকা ব্যবহারের জন্য ল্যাপটপ ব্যবহার করা হতো। ল্যাপটপের সবচেয়ে বড় সুবিধাই ছিল বহনযোগ্যতা। এর জন্য পারফরম্যান্সে অনেক ছাড় দেওয়া হতো।



কিন্তু এখন ল্যাপটপ ব্যাপকভাবে পাওয়ার ইউজার তথা অত্যাধুনিক সব সুবিধা সংবলিত কম্পিউটারে পরিণত হচ্ছে। এই অত্যাধুনিক সুবিধা সংবলিত ল্যাপগুলোর ক্ষেত্রে চার্জ একটি বড় সমস্যা। আর এই সমস্যা সমাধান করতে গিয়ে ল্যাপটপের আকার অনেক সময় বড় হয়ে যায়। তবে সেই সমস্যার সমাধান করেছে আসুস। 



টেক জায়ান্ট আসুস বাজারে এনেছে জেনবুক প্রো ১৪ ওএলইডি ল্যাপটপ। প্রতিষ্ঠানটি বলছে, এটি কনটেন্ট ক্রিয়েটর, প্রোগ্রামারসহ অন্যান্য ভারী কাজের জন্য দারুণ উপযোগী। মাত্র ১ কেজি ৬০০ গ্রাম ওজনের ল্যাপটপটি মাত্র ১৭ দশমিক ৯ মিলিমিটার পুরু। এর স্ক্রিনটি ১৬: ১০ অনুপাতের এবং আকার সাড়ে ১৪ ইঞ্চি। 


পুরুত্ব কম হলেও এতে পোর্ট সুবিধা নেই এমনটা ভাবার কোনো কারণ নেই। এতে এইচডিএমআই ২.১, ইউএসবি ৩.২ এবং টাইপ–সি চার্জিং পোর্ট রয়েছে। এ ছাড়া একটি করে ইউএসবি ৩.২ জেনারেশন ২ টাইপ–এ পোর্ট, একটি কার্ড রিডার ও একটি অডিও জ্যাক রয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও