You have reached your daily news limit

Please log in to continue


শরীরে ৬৬৭ বার মেয়ের নাম ট্যাটু করালেন বাবা

প্রতিটা বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা। মেয়ের জন্য বাবার ভালোবাসার কোনো কমতি হয় না। যে কোনো পরিস্থিতিতে মেয়ের ভরসা তার বাবা। মেয়ের প্রতি ভালোবাসা থেকেই এক বাবা শরীরে ৬৬৭ বার মেয়ের নাম ট্যাটু করিয়েছেন।

এজন্য বিশ্ব আরও একবার মেয়ের প্রতি বাবার ভালোবাসার গভীরতা বুঝতে পারলো। সেই সঙ্গে গিনেস বুক অব রেকর্ড সেই বাবাকে স্বীকৃতিও দিয়েছে বিশ্বরেকর্ডের।

ইংল্যান্ডের বাসিন্দা ৪৯ বছরের মার্ক ওয়েন ইভান। ২০১৭ সালেও মার্ক ট্যাটুর জন্য রেকর্ড তৈরি করেছিলেন। সেসময় তিনি পিঠে তার মেয়ে লুসির নাম ২৬৭ বার লিখিয়েছিলেন। একই নামের ট্যাটুর জন্য মার্কের নাম উঠেছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।

২০২০ সালে মার্কের সেই রেকর্ড ভেঙে দেন দিয়েদ্রা ভিগলি নামে এক নারী। তিনি আমেরিকার বাসিন্দা। দিয়েদ্রা নিজের নামের ৩০০টি ট্যাটু করিয়েছিলেন। ফলে রেকর্ড হাতছাড়া হয়ে যায় মার্কের।


ইংল্যান্ডের বাসিন্দা ৪৯ বছরের মার্ক ওয়েন ইভান। ২০১৭ সালেও মার্ক ট্যাটুর জন্য রেকর্ড তৈরি করেছিলেন। সেসময় তিনি পিঠে তার মেয়ে লুসির নাম ২৬৭ বার লিখিয়েছিলেন। একই নামের ট্যাটুর জন্য মার্কের নাম উঠেছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন