You have reached your daily news limit

Please log in to continue


আজ আসবে মুজিব সিনেমার ট্রেলার, মুক্তি ২৭ অক্টোবর

অপেক্ষার পালা শেষ। এ মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি ‘মুজিব: একটি জাতির রূপকার’। আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পাবে সিনেমাটি। ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন এনএফডিসি তাদের ফেসবুক পেজে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। মুক্তি উপলক্ষে আজ রাজধানীর একটি হোটেলে প্রকাশ করা হবে ট্রেলার। সেখানেই মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এর আগে গত ৩১ জুলাই বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি।


বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন