সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়াতে মাসব্যাপী ক্যাম্পেইন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৩, ১১:০৩

সাইবার নিরাপত্তা সচেতনতা সৃষ্টিতে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক জাতীয় কমিটি (এনসিসিএ)। রোববার (১ অক্টোবর) থেকে এ কর্মসূচি শুরু হচ্ছে। এ ক্যাম্পেইনের প্রতিপাদ্য ‘আমাদের বিশ্বকে সুরক্ষিত করি’।


এনসিসিএ মাসব্যাপী চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে প্রচারণা চালাবে। সেগুলো হলো- আইডিতে বহু স্তরের নিরাপত্তাব্যবস্থা, শক্তিশালী পাসওয়ার্ড, ফিশিং চেনার উপায় এবং নিয়মিত সফটওয়্যার হালনাগাদ।



আয়োজনের মধ্যে থাকছে মাসব্যাপী সারাদেশে এসএমএস ক্যাম্পেইন, সারাদেশ থেকে সামাজিক সংগঠকদের কর্মশালা, সাইবার সুরক্ষাবিষয়ক আলোচনা সভা, অক্টোবরের চার সপ্তাহে বিশিষ্টজনদের নিয়ে বিষয়ভিত্তিক ওয়েবিনার, স্যোশাল মিডিয়ায় ক্যাম্পেইন।


আয়োজকরা বলছেন, সাধারণ মানুষ এগুলো মেনে চললে অনলাইন ব্যবহারে নিজেই নিরাপত্তা বলয় তৈরি করতে পারবেন। মাসব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণের দিকনির্দেশনা পেতে অনলাইনে বিনামূল্যে নিবন্ধন অব্যাহত থাকবে অক্টোবর মাসজুড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও