বাংলাদেশ-ভারত মৈত্রী টেনিস

যুগান্তর প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৫

বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে বাংলাদেশ-ভারত মৈত্রী টেনিস কাপ ও মেগা স্পোর্টস মেডিসিন ক্লিনিক শুরু হয়েছে। 



শনিবার ভারতের ত্রিপুরা রাজ্যের যুব ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালক সত্যব্রত নাথ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-১ শাখা) মো. নজরুল ইসলাম। 


অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী এমপি। 


এ সময় ভারত-বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের সভাপতি ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, ফোরামের সাধারণ সম্পাদক সুজিত রায় উপস্থিত ছিলেন। 


প্রতিযোগিতায় অংশ নিতে ভারত থেকে ২৪ সদস্যের একটি দল ঢাকায় এসেছে। বালক ও বালিকা এককে তিনটি করে, বালক ও বালিকা দ্বৈতে একটি করে এবং বালিকা দ্বৈত ও মিশ্র দ্বৈতে একটি করে খেলা অনিুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে ৫টি খেলা এবং আজ সমাপনি দিনে ৪টি খেলা অনুষ্ঠিত হয়। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও