কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কানে ব্যথা হলে নাকে কেন ড্রপ দিতে হয়?

প্রথম আলো প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:২১

ঠান্ডা, জ্বর বা সর্দি–কাশি হলে কানব্যথা নিয়েও রোগীরা চিকিৎসকের শরণাপন্ন হন। ঠান্ডার সঙ্গে কানব্যথার সম্পর্ক কী? আবার এর চিকিৎসার জন্য চিকিৎসকেরা নাকের ড্রপ দিতে বলেন। ব্যথা হলো কানে, তাহলে নাকে ড্রপ কেন?


আসলে এগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত। আমাদের নাকের একটা টিউব কানের সঙ্গে সংযুক্ত, যাকে বলে ইউস্টাচিয়ান টিউব বা অডিটরি টিউব। এই নলের মাধ্যমে নাক বা গলার প্রদাহ কানে বিস্তৃত হয়ে কানে ব্যথা হয়। ঠান্ডা-গরম, মৌসুম পরিবর্তন, গৃহস্থালির ডাস্ট মাইট, সুগন্ধি, প্রসাধনী, ইলিশ মাছ, চিংড়ি, গরুর মাংসসহ বেশ কিছু খাবার, গাড়ির ধোঁয়া, কিছু ওষুধ এবং আরও অনেক কিছুর কারণেই নাকে অ্যালার্জি বা সর্দি হতে পারে। নাকে অ্যালার্জির প্রতিক্রিয়া হলো নাকব্যথা, নাকে জ্বালাপোড়া, ক্রমাগত হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ, মাথাব্যথা, সাইনোসাইটিস, কানব্যথা, জ্বর, শরীর ব্যথা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও